বুকের ভিতর বিবর্ণ প্রজাপতি হারানো ঐতিহ্য আর উজ্জ্বল স্মৃতির ফ্যাকাশে অনুভব। বেঁচে থাকার সুন্দর মুহূর্ত যখন অন্ধ আলোতে ডুব দেয় প্রেম-ভালোবাসা অনুতাপে রূপান্তরিত হয়। এটা শুধু একান্তভাবেই নয়, দেশ-সমাজ-রাষ্ট্র দিয়ে বিচার করেছেন গোপন দাশ। সহজভাবে সমকালীন জীবনযন্ত্রণার কর্কশ সুর গীতল অনুভবে সাজিয়েছেন কবি। যুক্তিহীন গোঁড়ামিকে প্রশ্রয় না-দিয়ে মানবতার কথা বলতে চেয়েছেন বারবার।
নানান অনুষঙ্গেই এসেছে জয় বাংলা আর বঙ্গবন্ধুর কথা। দেশের অবকাঠামোর শৃঙ্খলায় রূপান্তরিত করার আহ্বান। সুন্দরের পূজারি কবি গোপন দাশ নৈতিকতা দিয়েই বিচার করতে বলেন চারপাশ। মানুষে মানুষে মিলে মানবতার মুক্তির কোরাস তুলুক সবাই। বুকের ভিতরের বিবর্ণ প্রজাপ্রতি যেন রঙিন আলোয় ওড়ে-ঘুরে দোল খায় সবুজের গালিচায়।