হুজুগে রাজার দেশে আহমেদ শাহাবের রাজনীতিক স্যাটায়ারধর্মী ছড়াগ্রন্থ। ছড়ায় চরিত্র-নির্মাণ করে সমকালীন জীবনের নানান দিকে আলো ফেলেছেন, তিনি। পড়লে মনে হবে, ছন্দিত গল্পের এক বই। যা রাজ্যপাঠের অব্যবস্থাপনার দিকে ইঙ্গিত করে। আপাতদৃষ্টিতে মনে হবে- গোরবডাঙ্গার দত্তপাড়ার চিত্তহরণের অবাক করা তত্ত্ব আবিষ্কার নিয়ে রাজ্যের যত মাতামাতি, রাজপণ্ডিতদের নথিপত্র ঘাঁটাঘাঁটি, মাইক্রোস্কোপ দিয়ে উদ্ধারের চেষ্টা। মধ্যে এসে যুক্ত হয় গোপীনাথ। যাকে সর্বস্বান্ত করে শূলে চড়ানোর হুকুম দেওয়া হয়। শেষতক, কাজির আদেশ, রাজবোধোদয় হুজুগেপণায় লাগাম টানে। যা দেশজনতা ও অপরাজনীতির প্রচ্ছন্ন ইঙ্গিত।