Original price was: 550.00৳ .410.00৳ Current price is: 410.00৳ . 307.50৳
ম. আমিনুল হক চুন্নু একজন শিক্ষাবিদ ও সমাজবিশ্লেষক। শিক্ষা ও সমাজ নিয়ে আছে তাঁর নানামুখী উন্নয়নভাবনা। শুধু কলাম লিখেই থেমে থাকেন না তিনি। প্রতিষ্ঠা করেছেন বহু স্কুলকলেজ ও মসজিদ। দীর্ঘ পঁচিশ বছর শিক্ষকতার পাশাপাশি অতিথি শিক্ষক হিসেবে ছিলেন মুরারিচাঁদ কলেজ ও দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে। টিউটর ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরও। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন নূরজাহান মেমরিয়াল মহিলা ডিগ্রি কলেজ, সিলেট। তরুণসমাজ যাতে বিপদগামী না-হয় এভাবনা থেকে তিনি প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন সংঘ-সমিতি। তাদের কর্মসংস্থানের জন্য গড়ে তুলেছেন উন্নয়ন সংস্থা। পাস্ট প্রেসিডেন্ট ছিলেন রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন। সাহিত্য-সংস্কৃতি ও সমাজভাবনা ম. আমিনুল হক চুন্নুর বিবিধভাবনার সংকলিত রূপ। চিন্তা ও আদর্শের যৌক্তিক বিশ্লেষণ, সুষ্ঠু সমাজবিনির্মাণ ও সামাজিক মূল্যবোধের পরম্পরা, স্বকীয়তা হারানো বাঙালির সংস্কৃতির মর্মপীড়া, শিশুদের মানসিক বিকাশ কিংবা ইভটিজিং-মাদকাসক্তির সমাজতাত্তি¡ক বিশ্লেষণ। শিক্ষার মানউন্নয়ন এমনকি বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনা নিয়েও আছে তাঁর বিস্তর ভাবনা।