জালালউদ্দিন রুমি, বিশ্বসভ্যতার ইতিহাসে এক আশ্চর্য অধ্যায়। সুফিবাদী দুনিয়ায় একাই যেন নেতৃত্ব দিচ্ছে তাঁর ভাব ও ব্যক্তিদর্শন। ইসলামি মূল্যবোধ, আদর্শ আর ভাববাদী রহস্যময়তা তাঁকে অতিন্দ্রীয় মানবরূপে উপস্থাপন করেছে। প্রাচ্য-প্রতীচ্যে তাই রুমি যতটা না মানব, ততটাই অতিমানব। রুমির সন্ধানে মূলত অতিমানব বুমিকে মানবরূপে আবিষ্কারের এক যৌক্তিক প্রচেষ্টা।
বুমিদর্শন আর কাব্যপ্রতিভার শক্তিময়তা কতটা উচ্চাসনে তাঁকে দাঁড় করায় এই গ্রন্থের মূল আলোচ্য বিষয় থাকলেও তাঁর শরণার্থী জীবন, সমকালিক সমাজব্যবস্থা, পূর্বতন কবি-সাধক-চিন্তকগণের প্রভাব, শাশ্বত দর্শনচেতনা, পার্থিব-অপার্থিব বোধ, নারীভাবনা যুক্ত হয়ে এক সামগ্রিক রুমির সন্ধান দিয়েছেন রফিকুল রনি।