শাকির দেওয়ান, আবহমান বাংলার লোকায়ত এই ঐতিহ্য ও উত্তরাধিকারকে অঙ্গীকার করেই লিখেছেন ভাবভক্তির গান। তবে সহজিয়া ভাবসাধনার বিচিত্রধারাকে ও বিষয়- বৈচিত্র্যকে ধারণ ও লালনের পাশাপাশি তিনি সমকালীন ভাবনাও সমানভাবে লালন করেন। ফলে স্বদেশ, সমাজ-রাষ্ট্র কাঠামোতে প্রতিস্থাপিত জীবনের বহুমাত্রিক অভিঘাত তাঁর গানের পরতে পরতে দেখতে পাওয়া যায়। সহজিয়া ভাবগানেও তিনি ভাবভক্তিরসের নিগড়ে স্বচ্ছন্দে গেঁথে দেন প্রজ্ঞাময় আধুনিক দৃষ্টিভঙ্গি। এটি তাঁর এ-ধারার গানের অনন্য বৈশিষ্ট্য বটে। তবে মানুষকেই করেন সবকিছুর কেন্দ্রসূত্র। ইহলৌকিক ও পারমার্থিক উভয়বিধ মুক্তির প্রেরণা ঘোষিত হয় তাঁর জীবনদর্শনে।