আহসান দীপু গল্প লেখেন হৃদয় দিয়ে। বিশ্বাস আর অভিজ্ঞতার ব্যক্তিক বিশ্লেষণ দিয়ে। জৌলুস নেই, আড়ম্বর নেই। সাবলীল বিবরণের গল্পগুলো আদ্যোপান্ত পড়ার পর অনুভব করতে হয়। নিজের মুখোমুখি হয়ে প্রশ্ন করতে হয়। পাহাড়ি ফুল অথবা নির্জন সমুদ্র মূলত করোনাবন্দি পৃথিবীর নতুন উপলব্ধি। নির্জন সমুদ্রে ভ্রমণোন্মুখ তরুণীর আক্ষেপ কিংবা স্থবির পৃথিবীর পাহাড়ি ফুল কীভাবে দিনাতিপাত করে বা করেছিল সেই প্রশ্নটা তীক্ষ্ণ তিরের মতো গেঁথে দিয়েছেন পাঠকমনে। সমুদ্র তীরে কোয়ারেন্টাইনে থাকা পুত্রমনে পিতার আকুতি মুহূর্তেই স্যাঁতসেঁতে করে দেয় মন। কবর থেকে বেঁচে আসা আলতাফ কীভাবে চৈত্রের দুপুরে নিঃস্ব হয় তার রাহস্যিক বিবরণ আপনাকে ভাবাতে বাধ্য করবে।