নাটকসমগ্রের প্রতিটি নাটকই রাজনৈতিক- ইতিহাসের জমিনচষে লেখা। পুরাণকথায় ইতিহাস আর ইতিহাসে সমকাল ধরাই আমার অন্বিষ্ট। সময়কাল বিভাজনে বেশ কয়েকটা চরিত্র আঞ্চলিক ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে যায়। অথচ একদিন দুর্দান্ত প্রতাপে রাজ্য পরিচালনা করেছে তারা। যাদের ছিল সুবিন্যস্ত রাজ্যকাঠামো। ছিল প্রাসাদরাজনীতি। এর প্রকৃষ্ট উদাহরণ হতে পারে জৈন্তেশ্বরী ও সোনাধন। গৌড়রাজ্যের গড়ুল রাজা, ব্রিটিশ কালেক্টর রবার্ট লিন্ডসের ইতিহাস কিংবা সৈয়দ শাহনূরের অন্ত্যজ মানবপ্রীতি রঙ্গমঞ্চের লাল- নীল আলোতে প্রদর্শিত হোক আমি চাই। এগুলোই মূলত আমার নাটক, এগুলোই আমার কাদামাটিমাখা অতীত ঐতিহ্য-ইতিহাস