মোহাম্মদ গোলাম কিবরিয়ার কবিতা; পরাবাস্তব পৃথিবীর জলকেলি। নিজেকে ভেঙেচুরে দেখার নিরন্তর প্রচেষ্টা। কখনও নিজের সঙ্গে নিজের হাঁটা কখনও-বা ছায়ার সঙ্গে। চিনতে চিনতে অচেনা হয়ে যাওয়া বোধের কারুকাজ। জলের মতো সহজ শর্তে যিনি বলেন- যদি পোড়াতেই হয়। তবে বুকটাকে পোড়াও। বুকের অলিতে গলিতে যেভাবে মিশে আছো। তার সবটুকু ছাই করে দাও।