স্বপ্নের কাশ্মীর ভূস্বর্গ কাশ্মীর, এ কাশ্মীর যাতনারও। কাশ্মীরের কবিতার জন্য আমাদের আগ্রহ থাকারই কথা। কেমন আছেন কাশ্মীরের কবিরা? তাঁদের কবিতাই বলে দেবে তাঁদের এবং তাঁদের পিতৃ ও মাতৃভূমি কেমন আছে, তাঁরা কেমন আছেন, কী হাল তাঁদের কবিতার। ৪০০ বছর আগের কবি হাব্বা খাতুনের কবিতা থেকে উদ্ধৃতি—
বন্ধু এই যৌবন ফুরিয়ে যাবার
আমি পথেই ফুরিয়েছি সমস্ত দিন
কোথায় আমাদের জন্ম?
আমাদের মৃত্যু হয়নি কেন?
কেন আমাদের এত শ্রুতিমধুর নাম
এখন আমাদের অপেক্ষা—শেষ বিচারের দিন
আর আমি পথেই ফুরিয়েছি সমস্ত দিন
পৃথিবীর পদ্ধতিটিই অর্থহীন ঝঞ্ঝা
আমি জটিল নিয়তি আহ্বান করেছিলাম
আর আমি পথেই ফুরিয়েছি সমস্ত দিন।
একালের কবি ভাট আইজাজ লিখছেন—
কাশ্মীরের রক্তপাত হচ্ছে
কাশ্মীরিদের রক্তপাত হচ্ছে
শরীর থেকে রক্তপাত হচ্ছে
হৃৎপিন্ড থেকে রক্তপাত হচ্ছে
শিরা থেকে রক্ত ঝরছে
ধমনি থেকে রক্ত ঝরছে
কাশ্মীর সন্তানহীন বাবা-মা আর
বাবা-মাহীন সন্তানের গল্প।
আন্দালিব রাশদীর পাঠক জানেন, তাঁর অনুবাদও সুখপাঠ্য, হাতে নিলে শেষ না-করে ওঠা যায় না।