চেতনা ঘুমিয়ে আছে, কে জাগিয়ে তুলবে? কে বলবে কালো শাসনের করতলে পিষ্ট হচ্ছে বোধ-বিবেক -মানবতা। দুঃশাসন আষ্টেপৃষ্ঠে চেপে আছে আমাদের। মন্দের ভালো স্বীকার করে বেঁচেবর্তে আছি কোনওমতে। আলগোছে নিজেকে বাঁচিয়ে চলার বাসনা চেপে আছে মনে। তবু কেউ কেউ বলে শোধরাও জীবন, জীবনাতীত সত্যের দিকে হাঁটো। রফিকুল ইসলাম তেমনই একজন কবি। সময়ের বিপরীত স্রোতে হেঁটে হেঁটে চিন্তার ছাপ ফেলে যান তাঁর পঙ্ক্তিতে।