এ এক আশ্চর্য প্রেমকথা। একই সঙ্গে দার্শনিক প্রতিপাদ্যের আখ্যান। যা রচিত হয়েছে, অচরিতার্থ প্রেম কীভাবে বেঁচে থাকাকে ঘোরগ্রস্ত করে রাখে এবং সেই আবেশ মানুষ সারাজীবন কীভাবে বয়ে বেড়ায় তেমন এক কাহিনি কেন্দ্রে রেখে। সেখানে জীবনকে শেষপর্যন্ত চির রহস্যের জাদুবাস্তব অভিব্যক্তিতে মূর্ত করেছেন লেখক। বিষয় ও আঙ্গিকে তিনি নিরীক্ষাপ্রবণ। অভিনব এই রচনা জফির সেতুর এক বিস্ময়কর সৃষ্টি।