Biography
হিমাংশুরঞ্জন দাস
হিমাংশুরঞ্জন দাস : জন্ম ১ জুন ১৯৬৭ বৃহত্তর সিলেট জেলার (বর্তমানে মৌলভীবাজার) বড়লেখা উপজেলার ঘোলসা গ্রামে। পিতা: মহান মুক্তিযুদ্ধে শহিদ হীরেন্দ্রচন্দ্র দাস, মাতা: নীলিমারানি দাস। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। কুড়ারবাজার কলেজ (১৯৯৫-৯৯), বিয়ানীবাজার, সিলেট। কানাইঘাট সরকারি কলেজ (১৯৯৯-অদ্যাবধি), কানাইঘাট, সিলেট। এমসি কলেজ থেকে ১৯৯০ সালে দর্শনশাস্ত্রে বিএ (অনার্স) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে এমএ ডিগ্রি লাভ করার পর তিনি ডিএইচএমএস (ঢাকা) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমঅ্যাড ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষকতা পেশায় জড়িত। সহধর্মিণী সুমিতারানি দাসও একজন শিক্ষক। তাঁদের দুই সন্তান সেঁজুতি ও হিমেল। হিমাংশুরঞ্জন দাসের প্রকাশিত কাব্য নীলিমার ছায়া (নভেম্বর ২০১৫)।