Biography
সুফি সুফিয়ান
সুফি সুফিয়ান নাটকে স্বপ্ন ও আদর্শের সবক দেন। রাজনৈতিক অসংগতি কিংবা সামাজিক গোঁড়ামি মিথপুরাণের পাঠ থেকে জীবন্ত করেন। ইতিহাসের দীর্ঘপাঠ, প্রাসাদ-রাজনীতি খণ্ড খণ্ড আখ্যানের মতোই লোকচোখে আলো ফেলে-তাই তাঁর নাটকগুলো বরাবরই মঞ্চসফল। দর্শন ও সমকালীন জীবনাদর্শের মিথস্ক্রিয়া কাব্যিক সংলাপের সমন্বয় ঘটে বলে নাটকপাঠে গল্প-উপন্যাস কিংবা দর্শনের মতোই মুগ্ধতা তৈরি করে।
লেখেন গল্প-উপন্যাস। এর মধ্য দিয়ে খুঁজে ফেরেন লোকজদর্শন ও গ্রামীণ ঐতিহ্য। লেখেন গান। শিশুদের ভালোবেসে তৈরি করছেন ছড়াগানের টুডি কার্টুন চ্যানেল ‘মিউ’, ছোটোদের বায়োস্কোপ। বিভিন্ন সময় মঞ্চস্থ হওয়া নাটক-বৃশ্চিক, ভ‚ত, জৈন্তেশ্বরী, দোপেয়ে দৈত্য, আদিম পৃথিবীর আহ্বান, শিকার, একটি দীর্ঘশ্বাসের ডালপালা, ব্যাঙ, দ্বিতীয় জন্ম, বন্দি নম্বর ৭৩, বন ফুরলের ফুল।
প্রকাশিত গ্রন্থ : সুফির গল্প (গল্প, ২০১০), দুইটি নাটক (২০১৩), পরিবন্ধু (উপন্যাস, ২০১৪), কিশোরপুরাণ (উপন্যাস, ২০১৮), সৈয়দ শাহনূর (গবেষণা, ২০১৮), নাটকসমগ্র-১ (২০১৮), ছোটোদের নাটক (২০২০)।