Biography
শিমুল মাহমুদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পাঠগ্রহণ শেষে শিমুল মাহমুদ পৌরাণিক বিষয়াদির ওপর গবেষণা করে অর্জন করেছেন ডক্টরেট ডিগ্রি। কবিতার সাথে তার সখ্য স্বৈরশাসনের দুঃসহকাল গত শতাব্দীর আশির দশক থেকে। সমান্তরালে কথাসাহিত্যে রেখেছেন নির্মোহ। ছাপ; সেইসাথে সক্ষম হয়েছেন নিজেকে। একজন সিদ্ধহস্ত সমালােচক হিসেবে প্রতিষ্ঠিত করতে। বর্তমানে তিনি রংপুর বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ।। দীর্ঘদিন ধরে সম্পাদনা করেছেন সাহিত্যের কাগজ ‘কারুজ'। ইতিমধ্যে তিনি কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা পুরস্কার ২০০০'; বগুড়া লেখকচক্র কথাসাহিত্য পুরস্কার ২০১২' এবং পশ্চিমবঙ্গের ‘অচেনা যাত্রী ও দ্বৈপায়ন ২০১৫' কর্তৃক সম্মাননা প্রাপ্ত হয়েছেন। লেখকের জন্ম ১৯৬৭ সালের ৩ মে।