Biography

Author Picture

শাহেদ বখত ময়নু

১৯৫০ সালের ১২ ফেব্রুেয়ারি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ফকিরটুলা বখত বাড়িতে জন্মগ্রহণ করেন। মুকিদ বখত ও আলতাবুন্নেছা বখতের ছয় সন্তানের মধ্যে শাহেদ বখত ময়নু জ্যেষ্ঠ পুত্র। তিনি বাংলাদেশ লিবারেশন ফোর্সেস (বিএলএফ) একজন গেরিলা মুক্তিযোদ্ধা। আসামের বিলবাড়িতে যুদ্ধ-ট্রেনিং ও ভারতের উত্তরপ্রদেশের দেরাদুনে পঁয়তাল্লিশ দিনের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছিলেন। পলিটিক্যাল লিডার্স উইথ আর্মস হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
১৯৭৪ সালে দেশ থেকে লন্ডনে পাড়ি দেন। বর্তমানে তিনি কানাডার রাজধানী অটোয়ায় সপরিবারে বসবাস করছেন।
জীবনসঙ্গী রেহানা বখত ও একপুত্র, পুত্রবধূ ও এক নাতি নিয়ে সুখের সংসার।