Biography

Author Picture

লুৎফর হাসান

লুৎফর হাসান এর জন্ম নবগ্রাম, গোপালপুর, টাঙ্গাইল এ । জন্ম তারিখ – ১৬ ফেব্রুয়ারি। লুৎফর হাসান কাজ করছেন বিভিন্ন মাধ্যমে। লিখছেন গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, মুক্তগদ্য এবং কবিতা। সব মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩১ । লেখালেখির বাইরে লুৎফর হাসানের সম্পৃক্ততা আছে গানের সঙ্গেও। ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ শিরোনামের গান গেয়ে গায়ক হিসেবেও তিনি প্রতিষ্ঠিত। গান গাওয়ার পাশাপাশি শতাধিক জনপ্রিয় গানের গীতিকারও তিনি। বর্তমানে দেশের শীর্ষ এক অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।