Biography

Author Picture

লায়লা ফেরদৌস

জন্ম : ১৯ সেপ্টেম্বর, ১৯৮০, মিতরিঙ্গা চা-বাগান, মৌলভীবাজার।
পেশা : অধ্যাপনা। মূলত কবি। অনুবাদক হিসেবেও পরিচিতি রয়েছে পাঠকসমাজে।

প্রকাশিত কাব্য
নৈঃসঙ্গের উত্তরায়ণ (২০০৮),পূর্বপ্রজন্মের ডাক (২০১৫)

উল্লেখযোগ্য অনুবাদগ্রন্থ
অ্যালেন বাদিয়্যুর অশুভবিষয়ক সাক্ষাৎকার (২০১৪), চীনা রূপকথার অচিন পাখি (২০১৫), ভালো-মন্দের সীমানা পেরিয়ে (২০১৫), দ্য পাওয়ার অফ ক্রিয়েটিভিটি (২০২১), গিভ অ্যান্ড টেক (২০২১), ক¤পাউন্ড ইফেক্ট (২০২১)

No products were found matching your selection.