Biography
রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম জন্মতারিখ ও জন্মস্থান : ২৩ অক্টোবর ১৯৬৪ জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ। বাবা : জসিম উল্লাহ মা : জয়ধন বিবি পেশা : অধ্যাপনা (সহকারী অধ্যাপক, জনতা মহাবিদ্যালয়, ছাতক সুনামগঞ্জ)। প্রকাশিত কবিতাবই কালো শাসনের করতলে (কবিতা, ২০২০) পরানে পরান বন্ধু (গান, ২০২০) বৃক্ষের জবানবন্দি (কবিতা, ২০২২), দর্শনের পরিমণ্ডলে (দর্শন, ২০২২)