Biography

Author Picture

মো. জামাল হোসেন খান মান্না

হজরত শাহজালালের পুণ্যভূমি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে মো. জামাল হাসান খান মান্না ২ ফেব্রুয়ারি ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। পিতা: হাজি মো. ডা. আব্দুন নূর খান। মাতা: হাজি মোছা. ফাতিমা খানম। তিনি বালিঙ্গা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, বিয়ানীবাজার মহাবিদ্যালয় থেকে এইচএসসি এবং সিলেট মদনমোহন কলেজ থেকে ১৯৯৫ সালে বিএসএস ডিগ্রি লাভ করেন। ১৯৯৮ সাল থেকে তিনি ব্রিটেনে বসবাস করছেন।

প্রকাশিত কবিতার বই
‘শ’ বর্ণে বাংলাদেশ (২০১৬)
প্রভাতের বিভা (২০১৭)
টেমস্ নদীর মাঝি (২০১৮)
চৈতির বা’ চিত্তে (২০১৯)
মুক্তি (২০২০)
এ মাটি আমার (২০২১)
মুজিব শতবর্ষ (২০২২)
মুক্তিযোদ্ধার মা (২০২৩)