Biography
মোহাম্মদ গোলাম কিবরিয়া
মোহাম্মদ গোলাম কিবরিয়ার জন্ম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে। তিনি মুরারিচাঁদ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সমাপ্ত করে ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে মোস্তফাপুর আলিম মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিযুক্ত হন। সেখান থেকেই উচ্চতর শিক্ষার জন্য পাড়ি জমান ইংল্যান্ডে। তারপর ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড, লন্ডন থেকে বিএ (অনার্স) করেন এবং লন্ডন স্কুল অব কমার্স অ্যান্ড আইটি থেকে ডিপ্লোমা ইন এডুকেশন অ্যান্ড ট্রেইনিং (DET) নেন।
বর্তমানে ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি লন্ডনের প্রথম বাংলা সংবাদপত্র সাপ্তাহিক জনমত-এ সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
প্রকাশিত কবিতাবই
আজ কাল পরশু (২০১৪)
নীল সমীকরণ (যৌথ, ২০১৫)
তখন শব্দই হবে চোখের জল (২০১৯)
ছায়ার হাতে রাখা ঠিকানা (২০২০)