Biography
মোরশেদ খন্দকার
মোরশেদ খন্দকার
জন্ম (১৯৫৮) ও বেড়ে ওঠা সেকালের ছিমছাম, ছোট্ট শহর টাঙ্গাইলের প্রাণকেন্দ্র আদালতপাড়ায়। পার্শবর্তী শিবনাথ স্কুল থেকে মাধ্যমিক (১৯৭৩), ঢাকা নটরডেম কলেজে উচ্চমাধ্যমিক (১৯৭৫) শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের শিক্ষাজীবন (১৯৭৬-৮১)।
একই বিষয়ে ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, চণ্ডিগড় থেকে করেছেন পিএইচ.ডি (১৯৮৭)। প্যারিসের বিখ্যাত প্রতিষ্ঠান INSERM এর Gastroenterology বিভাগে পোস্ট ডক্টরাল শেষে (১৯৮৭-৮৯) গবেষণা ও শিক্ষকতা জীবন শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় (১৯৮৯-২০০৪)।
২০০৫-১৫ পর্যন্ত মালয়েশিয়া, ওমান এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষকতা করে পুনরায় ফিরে যান যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলসে। ২০১৬ সাল থেকে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, লস অ্যানজেলস ক্যাম্পাসে প্রাণরসায়ন বিভাগে শিক্ষকতায় নিয়োজিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়-জীবনে ‘সাপ্তাহিক বিপ্লব’ পত্রিকায় লেখালেখি করেছেন। লেখালেখির বাইরে পৃথিবী-ব্যাপী ঘুরে বেড়ানোর নেশা আর ক্যামেরার লেন্সের ভেতর দিয়ে খুঁজে বেড়ান জীবনের অনুষঙ্গ।