Biography
বিজিৎ দেব
বিজিৎ দেব ১৯৮৫ সালে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দেবীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কবি ইন্দ্রজিৎ দেব ও খেলা রানি দেবের তিন ছেলে-মেয়ের মধ্যে বিজিৎ দেব জ্যেষ্ঠ সন্তান। তিনি সাহিত্য শুরু করেছেন কবিতা দিয়ে। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘মহুয়ার বনে’ (২০০৭) বর্তমানে তিনি প্রবন্ধ এবং গবেষণার ক্ষেত্রকে প্রাধান্য দিচ্ছেন। জাতীয়-আন্তর্জাতিক জার্নালে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হচ্ছে। সম্প্রতি গীতিকবিতাও লিখছেন।
পেশায় শিক্ষকতায় নিয়োজিত আছেন। মুক্তিযুদ্ধের উপন্যাস নিয়ে এম.ফিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। স্ত্রী পূর্ণিমা দেব মৌকে নিয়ে বসবাস করেন সিলেটে।
উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ
মহুয়ার বনে (কবিতা, ২০০৭), সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র: ভাব, ভাষা ও বিষয়বৈচিত্র্য (প্রবন্ধ, ২০১০), রবীন্দ্রনাথের বিজ্ঞানদর্শন (প্রবন্ধ, ২০১২), এবং হুমায়ূন আহমেদ (জীবনী, ২০১৪), লীলা নাগ (জীবনী, ২০১৮)
সম্পাদনা
প্রণতসুন্দর : শিক্ষাবিদ বীরেন্দ্র বিহারী ভৌমিক স্মারকগ্রন্থ (২০২১)
Faded flight to the zenith A book of prose (2010), নাইয়া লোকসাহিত্যবিষয়ক পত্রিকা (২০১০) শেখ ওয়াহিদ গীতিসমগ্র (২০০৯), বিজ্ঞান, চলচ্চিত্র ও সংস্কৃতি- পত্রিকা (২০১০), লীলা নাগ স্মৃতিপদক স্মরণিকা (২০০৬) উত্তরমেঘ- কবিতাপত্র (২০০৫), সঞ্চয়নবার্তা (মাসিক সাহিত্যপত্রিকা) (২০০২) বিপ্লবী লীলা নাগ জন্মশতবর্ষ সংখ্যা (২০০০) কালসাপ-মাসিক সাহিত্য পত্রিকা, হাতেলেখা (১৯৯৯)।