Biography
প্রশান্ত মৃধা
জন্ম ৩ অগ্রহায়ণ ১৩৭৮ : ২০ নভেম্বর ১৯৭১, বাগেরহাটে। ডুগডুগির আসরের জন্য পেয়েছেন জেমকন সাহিত্য পুরস্কার, সবুজ ঘাসের প্রান্তর ভূষিত হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কারে। এছাড়া লাভ করেছেন সিটি-আনন্দ আলো, কালি ও কলম, কাগজ তরুণ কথাসাহিত্য পুরস্কার এবং নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার। অন্যান্য উপন্যাস : বাঁকা জলের খেলা, নির্জন মগ্নতার ধারে, গোলকধাঁধায় ঘোরাফেরা, বিগতকালের অনুমান, জল ও জালের তরঙ্গ, রূপকুমার ও হরবোলা সুন্দরীর অসমাপ্ত পালা এবং পাঁচটি উপন্যাস।