Biography
তাবেদার রসুল বকুল
নিরলস গবেষক এবং নিষ্ঠাবান সংগঠক তাবেদার রসুল বকুল প্রধানত কবি। নয়ের দশকে সম্পাদনা করেছেন সাপ্তাহিক সিলেটের সকাল। সে-সময়ে বেশকটি ছোটোকাগজও প্রকাশ করেন। তাঁর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের জমিদারবাড়ি। প্রভাবশালী জমিদার মৌলবি মোলাজেম রসুল টকন মিয়া তাঁর পিতামহ। মাতামহ বদুরা বিবি। তাবেদার রসুল বকুলের জন্ম সিলেট শহরের মিরবক্সটুলায়। সর্বক্ষণ প্রাণবন্ত কর্মব্যস্ত এই সহাস্য বকুল বর্তমানে যুক্তরাজ্যপ্রবাসী হলেও সাহিত্যসাধনা তাঁর নাড়িজ্ঞান। মানবকল্যাণ, শিক্ষার্জন, পত্রিকা প্রকাশ এবং রাজনীতি ছিল তাঁর পূর্বপুরুষের আদর্শঘটিত ধ্যানজ্ঞান। কৃতবিদ্য বিখ্যাত মানুষ, অবিভক্ত বাংলার প্রথম বিসিএল মুসলিম ব্যারিস্টার, উপমহাদেশের প্রখ্যাত বাঙালি জাতীয়তাবাদী নেতা, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক দ্য মুসলমনের প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুল রসুলের উত্তরপুরুষ বকুল মনীষা চর্চায় নিবেদিত হয়ে ব্রিটিশভারতের একটি ক্ষয়ে যাওয়া অধ্যায়কে আবিষ্কার করেন।
লেখক তাবেদার রসুল বকুলের ব্যক্তিগত জীবন বহুবিচিত্র ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। ভ্রমণ করেছেন পৃথিবীর বহুদেশ। কবিতা ও গদ্য মিলে প্রকাশিত হয়েছে তাঁর বিশটির অধিক গ্রন্থ ।