Biography

Author Picture

জফির সেতু

জফির সেতুর জন্ম একুশে ডিসেম্বর ১৯৭১, সিলেটে। তিনি একাধারে কবি, আখ্যান-লেখক, প্রাবন্ধিক ও গবেষক।
প্রধানত কবি। নির্বাচিত কবিতা ও কবিতাসংগ্রহ প্রকাশিত হয়েছে যথাক্রমে ২০১৭ ও ২০২০ খ্রিষ্টাব্দে। তাঁর এ-যাবৎ প্রকাশিত গ্রন্থের সংখ্যা বত্রিশ। সর্বশেষ প্রকাশিত কাব্য আমি করচগাছ (২০২১), আখ্যান একটা জাদুর হাড় (২০২০), ভ্রমণ-আখ্যান না চেরি না চন্দ্রমল্লিকা (২০২১), গবেষণা-গ্রন্থ বঙ্গবন্ধু ও নয়াচীন (২০২১), ঘাটুগান ঘাটুসংস্কৃতি (২০২৩), সিলেটের তাম্রশাসন : ইতিহাস, সমাজ ও সংস্কৃতি (২০২৪)।
পিএইচ.ডি সোসিওলিংগুইস্টিক্স-এ। ভাষা, সাহিত্য ও ইতিহাস গবেষণার প্রধান ক্ষেত্র এবং লোকসাহিত্য সংগ্রাহক, সংকলক ও সম্পাদক।
সম্পাদনা করেন ছোটোকাগজ সুরমস ও গোষ্ঠীপত্রিকা কথাপরম্পরা।
শখ ভ্রমণ। ভ্রমণ করেছেন নেপাল, ভারত, জাপান, চীন, যুক্তরাজ্য ও তুরস্ক ।
পেশাগত জীবনে প্রথম দিকে বাংলাদেশ সিভিল সার্ভিস, পরে শিক্ষকতা। কর্মক্ষেত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শিক্ষা-গবেষণায় অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান ব্র্যাক ২০১৬ খ্রিষ্টাব্দে তাঁকে ‘শিক্ষা অগ্রদূত’ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে।
স্ত্রী সাহেদা শিমুলকে নিয়ে বসবাস করেন সিলেটে ।