Biography
আন্দালিব রাশদী
আন্দালিব রাশদী প্রধানত কথাসাহিত্যিক; প্রবন্ধ লেখেন, অনুবাদ করেন, শিল্পকলাবিষয়ক লেখালেখিও করে থাকেন। তাঁর জন্ম ও বেড়ে ওঠা ঢাকা শহরে। লেখাপড়া করেছেন ঢাকা, ওয়েলস্ ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র, স্নাতকোত্তর পাঠ নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে; আইনও পড়েছেন, পিএইচ.ডি করেছেন লন্ডনে।
বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশিত গ্রন্থ আশির উপরে।