Biography

Author Picture

আজির হাসিব

আজির হাসিব। জন্মতারিখ ও জন্মস্থান : ১ জানুয়ারি, ১৯৮৩; রাজাপুর, কোম্পানীগঞ্জ সিলেট। পেশা : শিক্ষকতা। কর্মক্ষেত্র বাংলা বিভাগ, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ, সিলেট। উচ্চতর গবেষণায় নিয়ােজিত আছেন বাংলা বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে। তাঁর গবেষণার বিষয় ‘দিলওয়ারের কবিতা : বিষয় ও প্রকরণ। যুক্ত আছেন গােষ্ঠীপত্রিকা কথাপরম্পরার সঙ্গে।