সুনামগঞ্জের মতো একটি প্রত্যন্ত অঞ্চলে আমরা এখন পর্যন্ত বঙ্গবন্ধুর আটটি সফরের সন্ধান পেয়েছি। প্রায় চৌষট্টি বছর আগে এই দুর্গম মফস্বলে তিনি নিজে এসে মহকুমা আওয়ামী লীগের গোড়াপত্তন করেছিলেন। কিন্তু কালের ঘূর্ণাবর্তে তাঁর সেই ঐতিহাসিক সফরসমূহের কথা আমরা প্রায় বিস্মৃত হতে বসেছি। বর্তমান গ্রন্থে সুনির্দিষ্ট দিনক্ষণসহ সুনামগঞ্জে বঙ্গবন্ধুর সেই সফরসমূহ বর্ণনা করা হয়েছে এবং একই সঙ্গে বৃহত্তর সিলেটের অন্যান্য স্থানে তাঁর সফরের কথাও উল্লেখ করা হয়েছে।
বঙ্গবন্ধু পাকিস্তান আমলে সুনামগঞ্জে এসেছেন মোট পাঁচবার এবং স্বাধীনতার পর তিনবার। সাংগঠনিক কাজে কিংবা নির্বাচনি প্রচারণায় যেমন তিনি এসেছেন, তেমনই প্রাকৃতিক দুর্যোগের সময়ে দুর্গত মানুষের কাছেও ছুটে এসেছেন। এমনকি বঙ্গবন্ধুর জীবনের গণসংযোগ সফরের সর্বশেষ নির্বাচনি জনসভাটিও অনুষ্ঠিত হয়েছিল সুনামগঞ্জ মহকুমার এক নিভৃত জনপদে।
এছাড়া এই গ্রন্থে সুনামগঞ্জ মহকুমার পত্তনের সময় থেকে এখানকার রাজনৈতিক ক্রমবিবর্তনের ধারা সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে।