বাংলা
ফেব্রুয়ারি, ২০২০
৬৪
978-984-94870-0-5
আবিদ ফায়সাল মূলত এবং মর্মত কবি। তবে তিনি গদ্য-পদ্য দুই-ই লেখেন। কবিতার মত গদ্যেও আপন দার্জ-চারিত্র্যে তিনি উজ্জ্বল। নিজস্ব পৃথক তাঁর ভাষাশৈলী। ভ্রমণসাহিত্যে রয়েছে ঈর্ষণীয় পরিচিতি।
ভ্রমণগদ্যের তিনি নতুনধারার লেখক। পাঠককে দৃশ্য-কল্প-স্থান ও সমাজের অভ্যন্তরে নিয়ে যাওয়ার তাঁর নিজস্ব কৌশল রয়েছে; রয়েছে কৌতূহল জাগিয়ে রাখার ক্ষমতা এবং সংবেদী বর্ণনার মাধ্যমে পাঠককে ভ্রমণের আগাপাশতলা দেখানোর শক্তি।
ভুটান, অজানা উঠানে বইটি পড়তে পড়তে মনে হবে আবিদ ফায়সাল তৃষিত হৃদয় দিয়ে সৌন্দর্য আকণ্ঠ পান করেন এবং সর্ব ইন্দ্রিয় সজাগ রেখে ভ্রমণ করেন। একই সঙ্গে মনে হবে পাঠক সবকিছু দেখছেন, লেখকের সঙ্গে আছেন। তাঁর পর্যবেক্ষণ-শক্তি দিয়ে তিনি সবুজের, পাহাড়ের গরিমার দেশ ভুটানের মানবগোষ্ঠীর ইতিহাস, জীবনাচরণ এবং নিসর্গের রূপমুগ্ধতার কথা তুলে ধরেছেন আত্মচারণের মত করে কবির হাতের প্রসাদিত গদ্যে। তাঁর অন্য গ্রন্থের মতই আকর্ষক এ গ্রন্থটি – অতিশয় সারবান।