নূপুরের গায়ে বেশ জ্বর। সে একটি চাদর জড়িয়ে বসেছে। নূপুর বিয়ের ব্যাপারে বাড়ির লোকজন কী ভাবছে তা বলতে শুরু করল- ইতোমধ্যে কয়েক দফা ছেলে দেখা হয়েছে, কোনও ছেলেকেই তার পছন্দ হয়নি। তার মা ও বিদেশে বসবাসরত বোনেরা খুব হতাশা প্রকাশ করেছেন এ কারণে। পরিবার থেকে তাকে চূড়ান্ত নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, এবার সবাই মিলে যে ছেলেকে পছন্দ করবে, সে-ছেলেকেই নূপুর বিয়ে করতে হবে। সময় মাত্র তিন মাস।