মানিব্যাগ ও মধ্যবর্তী পনেরো বছর উপন্যাসে মজনু নামের এক দুর্দান্ত চরিত্র দাপিয়ে বেড়িয়েছিল। সেটা পাঁচ বছর আগের কথা। উপন্যাসের শেষে সারাদেশ চষে বেড়ানো মজনু উধাও হয়ে যায়। মজনু কোথায় যায়? কী পরিণতি হয়েছিল তার? মজনু কি বেঁচে আছে? মরে গেছে মজনু? মজনু কি সমুদ্রে আর পাহাড়েই ঘুরে বেড়াচ্ছে? এমন প্রশ্ন এসেছিল পাঠকের কাছ থেকে। সেই প্রশ্নের উত্তর নিয়ে মজনু সিরিজের শেষ বই মানিব্যাগ ও মধ্যবর্তী পনেরো বছর।