বাংলা
ফেব্রুয়ারি, ২০২১
৮০
978-984-95238-2-6
মো. জামাল হাসান খান মান্না তারুণ্যদীপ্ত কবি। নিভৃতে লালন করে যান কবিতার বীজ। আর তাঁর প্রিয় বীজতলা হলো লালসবুজ খচিত সোনার বাংলা। তাই তো তাঁর বইয়ের নাম এ মাটি আমার। প্রবাসবিদ্ধ সত্তাকে তিনি বারবার জলাঞ্জলি দেন দেশের জন্য। নিজের সমস্ত শ্রমঘাম লিখে দিয়ে এই মাটিতেই আশ্রয় নিতে চান। তাঁর কবিতায় যতটা দেশপ্রেমের হাহাকার আছে ততটাই আছে বিশৃঙ্খল দেশের কাঠামো অবকাঠামো শোধরানোর বাসনা। যে বাসনায় তিনি সুদূর প্রবাস থেকে উড়ে উড়ে ঘুরে দেখেন গ্রীষ্মের পল্লি। গোলাপের গায়ে রক্তের দাগ তাঁকে ব্যথিত করে। প্রার্থনা করেন বঙ্গের শিশুদের জন্য। প্রার্থনা করেন কোভিড-মুক্ত পৃথিবী আবার প্রাণচঞ্চল হয়ে ওঠার।
কবি মো. জামাল হাসান খান মান্না কল্যাণব্রতী কবিই নন, শুদ্ধসুন্দর মানুষ হিসেবেও বিচরণ করতে চান।