বাংলাদেশে নতুন ভাষায় গল্প লিখতে সিদ্ধহস্ত কথাকারদের মধ্যে রাশেদ রহমান অন্যতম। তাঁর সৃজিত গল্পে জায়গা করে নেয় সমাজ, রাষ্ট্র ও মানুষের মনঃস্তাত্ত্বিক সুখ ও অসুখের আখ্যান। তাঁর গল্পবীজ বপন ও চাষবাস একান্তই নিজস্ব, স্বতন্ত্র, স্বতঃস্ফূর্ত এবং শৈল্পিক। শব্দ ব্যবহারে তাঁর নিবিড় ধ্যানমগ্নতা কখনও কখনও বাক্যকে যেন কাব্যের দিকে নিয়ে যায়। মনে হয় একজন কাব্যগল্পকার চমৎকার ভঙ্গিমায় কথা বলছেন। তাঁর কথার জাদুতে ঘোরগ্রস্ত হন পাঠক। সেই অরূপ কলাকার রাশেদ রহমানের এবারের গল্পগ্রন্থ-জলকুসুমের আখ্যান-যেখানে তিনি নিজেকেও অতিক্রম করার জন্য উপস্থিত হয়েছেন।