রহস্যেঘেরা আমাদের এই মহাবিশ্ব। অনন্ত মহাবিশ্বে নিয়ত গ্রহ-নক্ষত্র ঘিরে কতজনের কতই-না জিজ্ঞাসা। এই মহাবিশ্বের অস্তিত্ব আর স্থায়িত্ব নিয়ে মানব মনের অন্তঃকরণে কত প্রশ্নরা করে অবিরত আনাগোনা! এমনই কিছু প্রশ্ন-আমাদের আদর্শ পৃথিবী, সৌরজগৎ দূর ভবিষ্যতে কোন দশায় পর্যবসিত হবে? মহাকাশে ভাসমান উজ্জ্বল নক্ষত্রগুলো কি এভাবেই জ্বলবে চিরকাল, নাকি ম্লান হতে হতে কোনও এক সময়ে এরা নিঃশেষ হয়ে যাবে? অবশেষে এই সমগ্র মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি-ই বা কী? মহাকাশের বিস্ময়কর নানা তথ্য পর্যবেক্ষণসহ এরকম অনেক জিজ্ঞাসার অনেক উত্তর দেওয়ার প্রাণান্ত প্রয়াস করেছিলেন লেখক তাঁর দীর্ঘ গবেষণায়।