অন্তরঙ্গ মুখচ্ছবি : মো. আকরাম আলী স্মারকসংকলন

650.00৳  487.50৳ 

ভাষা

বাংলা

প্রকাশকাল

এপ্রিল ২০২৪

পৃষ্ঠা সংখ্যা

২৮৮

প্রচ্ছদ

প্রকাশক
ISBN

978-984-98783-9-1

আজীবন শিক্ষাব্রতী অধ্যাপক মো. আকরাম আলী (১৯৪২-২০২২) একজন শিক্ষাবিদ, সমাজভাবুক, ন্যায়পরায়ণ, নির্মোহ ও বিচক্ষণ ব্যক্তি।
পাঠদানের কঠিন বিষয়কে সহজতর উপস্থাপনার মধ্য দিয়ে শিক্ষার্থীমনে জ্ঞান-প্রজ্ঞার কৃৎকৌশল প্রয়োগে তিনি জীবদ্দশায় সব সময়ে নিবেদিতপ্রাণ ছিলেন। সিলেট নগরের মদনমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও খ্যাতিমান অধ্যাপকরূপে তিনি নন্দিত। শিক্ষাবিদসুলভ বিশেষ এ গুণটি তিনি তাঁর বিদ্যায়তনিক পরিমণ্ডল ও প্রকৃতি-পাঠশালা থেকে আহরণ করেন। সংগত কারণে তাঁর স^ভাব-ভঙ্গিমায় সমাজ-পরিপার্শ্ব এসে ভিড় জমায়। তাঁর অন্তর্লোকজুড়ে সাধারণের প্রতি মমত্ববোধ অবারিত ছিল। তাঁর শ্রেণিকক্ষের তত্ত¡-তালাশ-বিশ্লেষণসূত্র, পরীক্ষা-হলে অনমনীয় মনোভঙ্গি আর উত্তরপত্র মৃল্যায়নে উদারনৈতিক সংবেদ–সাধারণ শিক্ষার্থীর কল্যাণে নিবেদিত। আর এটাই ছিল অধ্যাপক আকরাম আলী চরিত্রের নেপথ্যসূত্র। পরীক্ষার হলে অসদুপায় প্রতিরোধ এবং প্রয়োজনে বহিষ্কারের মতো কঠিন পদক্ষেপ নিতে তিনি কখনও বিচলিত হতেন না। অথচ, কৃতী, সৎ, অসহায়-অসুস্থ শিক্ষার্থীদের প্রতি তাঁর অন্তহীন সমবেদনা আমরা দীর্ঘদিন প্রত্যক্ষ করে আসছি। শুনেও আসছি।

আমাদের সম্মেলক প্রচেষ্টায় সংকলিত হয়, অন্তরঙ্গ মুখচ্ছবি : মো. আকরাম আলী স্মারকসংকলন। দেশ-বিদেশে খ্যাতিমান সাকুল্যে একাত্তরজন লেখক-কবির রচনায় এ সংকলন ঋদ্ধ হয়েছে।