বাংলা
ফেব্রুয়ারি, ২০১৯
৬৪
978-984-8021-58-3
কাব্যগ্রন্থ বালিকা আশ্রমকে হিসাবের বাইরে রাখলে বিমূর্ত প্রণয়কলা আবু হাসান শাহরিয়ারের পঞ্চদশতম একক কবিতার বই। এ বইয়ের কবিতাগুলো চিত্রকলাস্বভাবী। ‘রংতুলির পরিবর্তে শব্দের ব্যঞ্জনায় আঁকা ছবি’ বললে অত্যুক্তি হবে না। চিত্রকলার একটি ইতিহাসও ফুটে উঠেছে কবিতাগুলোর মধ্য দিয়ে। কবির নতুন ঘরানার চল্লিশটি কবিতা নিয়ে বিমূর্ত প্রণয়কলা। পরন্তু, প্রাচ্য ও পাশ্চাত্যের আধুনিক চিত্রকলার ২৪জন কীর্তিমান চারুশিল্পীর ২৪টি মহার্ঘ কাজ। একইসঙ্গে মহান ৩ জন ভাস্করের জগদ্বিখ্যাত ৩টি ভাস্কর্যের ছবিও স্থান পেয়েছে। এগুলো কবির অপার চিত্রকলাপ্রবণ মনোরাজ্যের সামান্য নমুনা মাত্র। বইয়ের কবিতাগুলোরও আত্মীয় এরা। কবিতায় উপমা, উৎপ্রেক্ষা, রূপক, চিত্রকল্প হিসেবে এসেছে, বাছাইপর্বে এমন শিল্পী ও ও শিল্পকর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ দিক থেকে দেখলে বিমূর্ত প্রণয়কলা শাহরিয়ারের কবিতার নতুন এক বাঁক, যে-বাঁক এই কবি আগেও একাধিকবার নিয়েছেন।