শুধু কবিতার নয়, গদ্য-প্রবন্ধ-আখ্যানেরও বড় পাঠকবলয় আছে আবু হাসান শাহরিয়ারের। তাদের জন্যই এই প্রকাশনা। এ. সংকলনগ্রন্থ মহার্ঘ কবিতাকে দেবে পরিচর্যা। পথ দেখাবে নবীন কবিকে। উপকৃত হবেন সাহিত্যের শিক্ষক-শিক্ষার্থীও। সংকলনটিতে শুধু আবু হাসান শাহরিয়ারের কবিতাবিষয়ক প্রবন্ধগুলো স্থান পেয়েছে। এটি মূলত তার চারটি পাঠকসমাদৃত বইয়ের সমবায়- কালের কবিতা কালান্তরের কবিতা, কবিতার প্রান্তকথা, কবিতা অকবিতা অল্পকবিতা ও কবিতার বীজতলা। প্রকাশমাত্রই কবি ও কবিতাপ্রেমীরা বইগুলো লুফে নিয়েছিলেন। কালান্তরের পাঠক এখনও খোঁজেন। মোদ্দাকথা- সমকালের ও ভবিষ্যতের কৌতূহলী পাঠকের কথা বিবেচনায় রেখেই এই প্রবন্ধসংগ্রহ।
আবু হাসান শাহরিয়ারের গদ্যে স্বভাষা-বিভাষার কালজয়ী কবিরা জলের ভুবনে মাছের মতো সাবলীল বিচরণ করেন। বাদ যায় না সমকালীন সম্ভাবনাময় কবিদের কথাও। নিছক নামের তালিকা নয়, কবিরা কবিতাবিশদে আসেন তার গদ্যে। থাকে কবিতার গতিপ্রকৃতি নিয়ে হার্দিক আলোচনা। কবিতার মর্মে পৌঁছতে প্রবন্ধের প্রচল ছক ভেঙে, কখনও-কখনও, আখ্যানের ঢঙে কথা বলেন শাহরিয়ার। তাতে গদ্যের বই হাতে নিয়ে কবিতার রসাস্বাদনও হয়। বাঙলা কবিতার প্রধান-প্রধান বাঁকগুলো ধরা পড়েছে এইসব গদ্যে। আছে বিশ্বকবিতার বহুবিধ প্রণোদনার কথাও। এককথায়, কবি ও কবিতাপ্রেমীর জন্য বাতিঘরতুল্য একটি বই আবু হাসান শাহরিয়ারের এই প্রবন্ধসংগ্রহ। পাঠকের হাতে এমন একটি বই তুলে দিতে পেরে নাগরী গর্বিত।