বাংলা
ফেব্রুয়ারি, ২০২১
১৬০
978-984-95588-9-7
বীরেন্দ্র বিহারী ভৌমিকের জীবন মানুষের জন্য নিয়োজিত ছিল। তাঁর প্রজ্ঞা, প্রতিভা, প্রেম, জ্ঞানসাধনা দিয়ে জয় করেছিলেন শিক্ষার্থীর হৃদয় এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। শিক্ষক হিসেবে তাঁর পঠন-পাঠন ছিল নান্দনিক ও বস্তুনিষ্ঠ। যা বাস্তব তাই তিনি সম্মুখে উপস্থাপন করতেন। ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। এই প্রমাণ দিয়েছেন তাঁর কর্ম-সৃজনে। দীঘলবাক হাইস্কুলের প্রতিটি স্তর আজও তাঁকে নত-মস্তকে প্রণাম করে। এই প্রমাণ পাওয়া যায় তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীর আত্মকথনে। তাঁর ছাত্র-ছাত্রীর বয়ানে তাঁর ব্যক্তিত্ব এবং মূল্যবোধ সূর্যের আলোর মতো প্রকাশিত