বাংলা
ফেব্রুয়ারি, ২০২৪
৮০
978-984-98439-8-6
দূরবর্তী একজন বাবাকে নিয়ে আবেগহীনভাবে লেখা চমৎকার এই স্মৃতিকথাটি উঠে এসেছে ফ্রান্সের জীবিত মহান লেখকের অন্যতম একজনের কাছ থেকে। একধরনের উদাসীন গদ্যের মাধ্যমে আনি এরনো তাঁর বাবার কঠোর গ্রামীণ ছেলেবেলা থেকে মাঝারি মানের একজন মুদি ব্যবসায়ী হিসেবে আয়েশি একটি জীবনের উত্তরণপর্ব প্রত্যক্ষ করেন। কৃষকের যে লজ্জা আজীবন তাঁর বাবাকে তাড়া করে ফিরেছে এবং পরিবার প্রতিপালনে তাঁর বাবার যে সংগ্রাম, সেটির সাক্ষী হয়ে একজন সফল লেখকে পরিণত হওয়ার অনেকদিন পর তিনি তাঁর বাবার জীবন যেরকম এবং কন্যার জন্য তাঁর সাবধানী এমনকি অনিচ্ছুক মুগ্ধতা প্রকাশের ক্ষেত্রে তাঁর বাবার যে সাবধানতা সেই সবকিছু ধারণ করে বাবার বৃদ্ধ বয়সটিকে স্মরণ করেন।
আনি এরনোর অঙ্কিত তাঁর বাবার স্পার্টান পোট্রেটটি লোভনীয় পিক্স রেনোদো বিজয়ী হয় এবং সেটি ফ্রাসোঁয়া প্রোজের লেখা নতুন ভূমিকাসহ এখানে উপস্থিত হয়েছে