‘শামসউদ্দিন মুহম্মদ হাফিজ-ই-শিরাজি। কবি ও দার্শনিক। জন্ম ইস্পাহানে। বুলবুল ও গোলাপের শহর শিরাজেই পড়াশোনা ও বেড়ে ওঠা। ধর্মতত্ত্ব, বিজ্ঞান ও দর্শনবিষয়ে তাঁর জ্ঞান এবং পান্ডিত্য ঈর্ষণীয়। তাঁর কোরআন কণ্ঠস্থ ছিল, তা সমাজে প্রচলিত ছিল, আজও একথা সবাই বলেন। তাই তো তিনি হাফিজ উপাধি ভণিতায় ব্যবহার করেছেন। শেখ সাদির হাতে গজলের যে উৎকর্ষতা সাধিত হয় তার মধ্যে ভিন্নমাত্রা যোগ করেন হাফিজ। নতুনত্ব নিয়ে আসেন। বিভিন্ন শাসকের রাজদরবারে কবি হিসেবে কাজ করেন। তাঁর গজলে স্তুতিবাদই ছিল মুখ্য। তবে প্রতীককে বর্ম করে তুলে ধরেন শাসকের স্বেচ্ছাচারিতা, অসাড়তা, জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদের ক্ষণিকতা। রূপকের অন্তরালে থেকে ছবি এঁকেছেন সমগ্র মানবসমাজের। পিছপা হননি প্রতিবাদ করতেও। কবিতায় ধর্মান্ধতা, ধর্মাচার, কপটতা ও কাঠমোল্লাদের মুখোশ উন্মোচন করেছেন। নানান সময়ে দ্বন্দ্বেও জড়িয়েছেন সুবিধাভোগীদের সঙ্গে। সুন্দর ও সত্যের সঙ্গে তাঁর কোনও দ্বৈরথ নেই তাঁর চিন্তা ও দর্শনে; বরং শাশ্বত পথ ও পথের নিশানা আছে সুন্দর ও সত্যের আলপনায়।