বাংলাদেশের আলো-ছায়া রাধিকা চক্রবর্তীর দেশাত্মবোধের ছড়া ও পদ্যের গ্রন্থিত রূপ। তাঁর মুক্তিযুদ্ধ, মা, মাটি ও স্বদেশপ্রীতির মায়াবী অনুভব যে কাউকে মুগ্ধ করবে। ছন্দমাত্রায় বাংলার প্রকৃতির মতোই ছড়াগুলো আলো-ছায়ার ঢেউ তোলে-যেন সুশীতল সবুজের ভেতর অবিরাম বুনে যাওয়া দেশের কথা। বাংলাকে তিনি গানের দেশ, সোনার দেশ হিসেবেই হৃদয়ে লালন করেন। পঁচিশে মার্চের কালরাত থেকে বঙ্গবন্ধু এমনকি মুজিবকন্যার মহত্ত্বও লিখেছেন ছন্দে। এ-যেন সত্যিই বাংলাদেশের আলো-ছায়া