রফিকুল ইসলাম দার্শনিক কবি। দর্শনের নন্দনভুবনে যাঁর স্বাধীন বিচরণ। নিজের চিন্তা ও প্রাজ্ঞতা দিয়ে তিনি বিচার করেন আশপাশ। ভ্রান্ত মূল্যবোধ তাঁকে পীড়া দেয়। সারল্যই তাঁর প্রধান বৈশিষ্ট্য। জীবনের সকল সমীকরণ সরলরেখায় দাঁড় করিয়ে দিয়েই এগিয়ে যেতে চান। তাঁর কবিতাও জীবনরেখার মতো সমান তালে বহমান। নিজের ভাবনার সত্যতা নিয়ে তিনি কবিতায় বিপ্লব করতে চান। অন্ধকারে সোনালি তাণ্ডব তেমনই এক বিপ্লবের নাম।