আহসান দীপুর গল্প সহজ সাবলীল নাগরিক যন্ত্রণা দেখার প্রতিচিত্র। বিদ্যুৎপ্রভার মতো পড়তে পড়তে মিলিয়ে যায় যে আবেগ। চোখের ওপর চোখ লাগিয়ে দিয়ে যে দেখায় – চেনা পৃথিবীতে অচেনা জীবন। পাঠ করায় নতুন আশা- আকাঙ্ক্ষার শিউরে ওঠা অনুভূতি।
এ-বইটি পড়লে ফ্রিজের হিমশীতল খাবার কিংবা অপরাধীর দগ্ধ হৃদয়ের অভিসম্পাত নিজের দিকে তাকাতে বাধ্য করবেই।