রইস রহমানের গান জীবনগোধূলির আবির মাখা করুণ স্মৃতির বিলাপ। প্রেম ও আত্মবোধের লৌকিক বয়ান। গানকে তিনি ভাবেন স্রষ্টার খেলা। জোছনার আলোয় প্রাণ জুড়ানো বিধাতার প্রাসাদ। জলের নিচে জলের কল দেহতত্ত্ব থেকে সৃষ্টিতত্ত্ব, আত্মপ্রকৃতি, স্বদেশপ্রীতি কিংবা জাগতিক প্রেমের সংকলন।
জীবনের বহুসময় রইস রহমান কাটিয়েছেন ভাবনার নতুন পথ খুঁজতে খুঁজতে। তাই তো তাঁর প্রতিটি গানই স্বাতন্ত্র্য মাত্রাবিন্যাস নিয়ে স্বমহিমায় উজ্জ্বল। গীত হলে আলাদাভাবে চিহ্নিত হবে সহজেই।